সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা 

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,গোপালপুর: ৮ম শ্রেণীর ১৩বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান(৪৫)কে আসামি করে গতকাল মামলা দায়ের করেছেন ঐ ছাত্রীর বাবা।  ঐ শিক্ষক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কান্দারপাড়া গ্রামের মজিবর রহমানের সন্তান।

ছাত্রীর বাবার অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আমার মেয়েকে বিয়ের প্রলোভনে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এজন্য আমার মেয়ে স্কুলে যেতে চাইতো না। গত মে মাসে স্কুল ছুটির পর, আমার মেয়েকে জোর করে শ্রেণীকক্ষে নিয়ে বিদ্যালয়ের ড্রেস খুলে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের অপচেষ্টা করে। এসময় আমার মেয়ে ডাক চিৎকার করলে, এ ঘটনা কাউকে বললে ক্ষতি করা হবে ভয়ভীতি দেখিয়ে চলে যায় ঐ শিক্ষক। বিষয়টি আমার শ্বাশুড়ির মাধ্যমে জানার পর। খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পেয়ে, ঐ প্রধান শিক্ষকের বিচার চেয়ে থানায় মামলা দায়ের করি। আমি খোঁজ নেয়ার সময় প্রধান শিক্ষক আমাকে আপোষ প্রস্তাব পাঠিয়েছেন।
প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে, নিজেকে নির্দোষ দাবি করে বলেন, মামলার বিষয়টি আমি শুনেছি। ২০ বছর যাবৎ আমি শিক্ষকতা করি। আমার মেয়ে কলেজে পড়ে, অষ্টম শ্রেণী পড়ুয়া পুঁচকে মেয়ের সাথে এমন ঘটনা আমি চিন্তাই করতে পারি না। ম্যানেজিং কমিটি নিয়ে আমার সাথে কয়েকজনের শত্রুতা সৃষ্টি হয়, এরপর একটার পর একটা চলতেই আছে এটাও চক্রান্ত।
গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন,  এ বিষয়ে গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে, আসামি দোষী হলে গ্রেফতার করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme