সংবাদ শিরোনাম:

ঘাটাইলে ইয়াবাসহ ৩ জন আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন আটক করেছে ডিবি পুলিশ। এ বিষয়ে ৪ ডিসেম্বর বুধবার রাতে মাদকদ্রব্য আইনে ৩ জনকে আসামী করে একটি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে বীর ঘাটাইল সাগরিকা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। যার আনুমানিক মুল্য ১লক্ষ ২০হাজার টাকা।

আটককৃতরা হলেন- ঘাটাইল উপজেলার কৈডলা গ্রামের সাবেক ইউপি মেম্বার বন্দে আলীর ছেলে সিয়াম (২০), পাড়া কুশারিয়া গ্রামের আব্দুছ ছালামের ছেলে শাহ আলম (২৬) ও চানতারা গ্রামের আল মামুন হাফিজের ছেলে সাদমান মোহাম্মদ সাকি (২৪)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় উপজেলা বিভিন্ন জায়গায় তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল সাগরিকা হোটেল এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিয়াম, শাহ আলম ও সাদমান মোহাম্মদ সাকিকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঘাটাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম মুঠোফোনে জানান টাঙ্গাইল ডিবি পুলিশ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme