সংবাদ শিরোনাম:
সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার

টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক

  • আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে।

সোহেল রানা: টাঙ্গাইলে সুর্বনা আক্তার (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে শ^শুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার খারজানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সদর উপজেলার বড় বিন্যাফৈর এলাকার মো. সুজনের মেয়ে সুর্বনা আক্তার। শুক্রবার সকালে নিহতের শ্বশুরবাড়ি খারজহানা গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, প্রায় ১ বছর ৩ মাস আগে পারিবারিকভাবে আয়নাল হকের সাথে সুর্বনা আক্তার বিয়ে হয়। কিন্ত আয়নালের সাথে তার খালাতো বোনের প্রেমের সম্পর্ক থাকায় তাদের সংসারে পারিবারিক কলোহ লেগেই থাকতো। বিয়ের ৪ মাস পর আয়নাল হক সিঙ্গাপুর চলে যায়।  মাঝে মাঝে দেবর, শ্বশুর ও শ্বাশুড়ি সুর্বনার উপর অত্যাচারও চালাতেন। বৃহস্পতিবার রাতে শ্বশুর আজমত ফোন করে জানায় সুবর্নার হার্টএটাক হয়েছে এবং স্বামী আয়নাল জানায়, সুবর্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ সংবাদ পেয়ে পরিবারের লোকজন খারজানা গ্রামে গিয়ে দেখতে পান সুবর্নার লাশ বাড়ির উঠানে ফেলে রাখা হয়েছে। তবে সেখানে তার শ্বাশুড়ি ছাড়া আর কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। তাদের ধারণা সুবর্নাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার চালানো হচ্ছে।

নিহতের চাচা ফয়সাল মিয়া বলেন, সুর্বনা আক্তার বাবা বিদেশ যাওয়ার পর থেকে আমাদের সাথে থাকতো। ছোট বেলা থেকে তাকে বড় করেছি। বিয়েও দিয়েছি। বিয়ের ৪ মাস পর থেকে শ^শুর বাড়ির লোকজন সুর্বনাকে অত্যাচার করতো। শ^শুর বাড়ির লোকজনই সুর্বনাকে হত্যা করেছে। আমি তার বিচার চাই।

এ বিষয়ে কাগমারি পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, ঘটনার পর থেকে নিহতের শ্বশুর ও দেবর পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme