সংবাদ শিরোনাম:
কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী নাগরপুরে মোকনা ইউনিয়নে বিএনপি নেতা লাভলু লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন নাগরপুরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন নাগরপুর সদর মীরনগর যুব সংঘ ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত পাঁচ বছরেও শেষ হয়নি ২৫৬ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ, লাপাত্তা ঠিকাদার

কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার 

  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে।

শাহ্ আলম, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে আটক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. মৃদুল হাসানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (১ জুলাই) সকালে  ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় নকল সরবরাহ করতে গিয়ে ধরা পড়েন মৃদুল হাসান। কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করলে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। পরে কালিহাতী উপজেলা বিএনপির নেতারা স্পষ্ট জানিয়ে দেন, দলের কেউ যদি অপরাধে করে, সেটি তার ব্যক্তিগত দায়। দল কখনোই কোন অপকর্মের দায়ভার নেবে না।

এদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ১৩৩ টাংগাইল ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী  বেনজির আহমেদ টিটো জানান, কালিহাতীতে দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধের সাথে জড়িত হলে বিএনপি তার দায় নেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে,অপরাধী যেই হোক।

পরে মঙ্গলবার ( ০১ জুলাই) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক,  সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযোগে টাঙ্গাইল জেলা শাখার অধীনস্থ কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মৃদুল হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ অনুমোদনে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। এছাড়া, জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে মৃদুল হাসানের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন ছাত্রদলের দপ্তর সম্পাদক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme