সংবাদ শিরোনাম:
কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী নাগরপুরে মোকনা ইউনিয়নে বিএনপি নেতা লাভলু লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন নাগরপুরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন নাগরপুর সদর মীরনগর যুব সংঘ ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত পাঁচ বছরেও শেষ হয়নি ২৫৬ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ, লাপাত্তা ঠিকাদার

অগ্রণী ব্যাংক ধুবুড়িয়া শাখায় স্পট ঋণ মঞ্জুরী

  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪৪২ বার দেখা হয়েছে।

প্রেস বিজ্ঞিপ্তি : বৈশ্বিক করোনা পরিস্থিত মোকাবেলায় অর্থনৈতিক কর্মকান্ড ও ব্যবসায়িক পরিবেশকে পুনরুজ্জীবিত করতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ মঞ্জুরীর ক্ষেত্রে চমক উপহার দিয়েছেন অগ্রণী ব্যাংক লিমিটেড টাঙ্গাইল অঞ্চলের নবাগত অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান সিদ্দিকী। টাঙ্গাইল অঞ্চলাধীন প্রত্যন্ত ইউনিয়ন পর্যায়ের ধুবুড়িয়া শাখার গ্রাহক প্রতিষ্ঠানের সিএমএসএমই এর আওতায় সিসি (হাইপোঃ) ঋণ প্রাপ্তির আবেদনের প্রেক্ষিতে শাখার প্রস্তাব প্রেরণের পরদিনই ঋণ আবেদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি উক্ত প্রতিষ্ঠানের অনুকূলে স্পট সিএমএসএমই সিসি (হাইপোঃ) ঋণ মঞ্জুরী করেন। ঋণ বিতরণকালে তিনি বলেন, ‘ঢাকা পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান থাকাকালীন আমি গ্রাহকদের মাঝে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণের দীর্ঘসূত্রীতার অপবাদ দূর করতে এবং দ্রুত সেবা প্রদানের স্বার্থে এই স্পট ঋণ মঞ্জুরী শুরু করি। টপ ম্যানেজমেন্টের কৃপায় আমার বর্তমান কর্মস্থল, আমার নিজ জেলার ব্যবসায়ীদের মাঝে এভাবে ঋণ বিতরণ করে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সুদিন ফিরিয়ে আনতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করতে কাজ করে যাবো ইনশাল্লাহ। আমি আশা করবো আমার এই স্বদিচ্ছা ও কর্মযজ্ঞকে বাস্তবায়ন করতে আপনারা আমার এবং অগ্রণী ব্যাংকের পাশে থাকবেন। আপনারা অগ্রণী ব্যাংকে আসুন এবং খুব সহজেই দ্রুততম সময়ে ঋণ গ্রহণ করুন। ধুবুড়িয়া শাখা টাঙ্গাইলে অনুষ্ঠেয় এই স্পট ঋণ বিতরণের কর্মসূচীতে মূল্যবান বক্তব্য রাখেন টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক গোলাম মো: ফারুক, টাঙ্গাইল শাখার শাখা প্রধান সহকারী মহাব্যবস্থাপক মো: হুমায়ুন খালিদ। এই মহতী কর্মকে ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শাখার সম্মানিত গ্রাহকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ধুবুড়িয়া শাখার ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার জনাব ফিরোজ আহমেদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme