প্রতিদিন প্রতিবেদক : সামছুল হুদা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাসাইল কিন্ডারগার্টেনের এসোসিয়েশনের সভাপতি মো:শাহাদত হোসেন খানের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) সকাল ১১.০০ ঘটিকায় বাসাইল পূর্বপাড়া সামছুল হুদা কিন্ডারগার্টেন (প্রধান শাখা) আয়োজন করা হয়েছে ।
বাসাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক ওয়াজনবী সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাসাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ সভাপতি মো: আলাল ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জনতা ব্যাংকের এ জি এম মরহুম মো:শাহাদতের ছোট ভাই মো: শাহজাহান খান , প্রতিষ্ঠাতা স¦াধীন কিন্ডারগার্টেনের আরিফ খান (স্বাধীন ) ,হাবিব কিন্ডারগার্টেনের মো:হাবিব খান , প্রতিশ্রতি কেজি স্কুলের গোলাম মোস্তফা বাদল , ঢাকা কেজি স্কুলের মোশারফ হোসেন খান (রিপন )।
হাফেজ মো:আবু সাঈদ আলোচনা শেষে মরহুম ও তার পরিবারের জন্য দোয়া করেন । মোনাজাত শেষে তোবারকের আয়োজন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম মো: শাহদতের ছেলে মো: মাহবুব হোসেন খান ( খোকন) , দুই মেয়ের জামাই , কিন্ডারগার্টেন এসোসিয়েশনরে শিক্ষক ও শিক্ষিকা প্রমুখ ।
আয়োজনে ছিলেন বাসাইল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও সামছুল হুদা কিন্ডারগার্টেন ।