সংবাদ শিরোনাম:
কালিহাতীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন মির্জাপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপিত ফ্রিল্যান্সিং ব্যবসার আড়ালে পর্ণোগ্রাফি, দুই যুবকের জেল-জরিমানা টাঙ্গাইলে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন গোপালপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ টাঙ্গাইলে স্মার্ট ভূমি অফিস বিনির্মাণে কর্মশালা টাঙ্গাইলে বাপ্পী হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত গাজীপুরের নির্বাচন জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবে না -কৃষিমন্ত্রী গোলাম কিবরিয়া বড় মনি নগ্ন ষড়যন্ত্রের শিকার!
ইঞ্জিনিয়ার লিয়াকতকে কৃষক শ্রমিক জনতালীগের শোকজ

ইঞ্জিনিয়ার লিয়াকতকে কৃষক শ্রমিক জনতালীগের শোকজ

কৃষক শ্রমিক জনতালীগ

প্রতিদিন প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক। দলের কর্মকান্ডে নিস্ক্রিয় হওয়া সত্ত্বেও তিনি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশে যোগদান করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলা শোকজ নোটিশে বলা হয়েছে। তাকে দল থেকে কেনো বহিষ্কার করা হবে না এ মর্মে সাতদিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশে বলা হয়েছে। এর আগে ১ জুন কারণ দর্শাণোর ওই নোটিশটি দেয়া হয়। শনিবার ৪ জুন বিষয়টি নিশ্চিত করেছেন কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক।

কারণ দর্শানো নোটিশ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, জোটের শরিক দলের প্রার্থী হিসেবে ইতোপূর্বে আমি সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনের মধ্যদিয়ে দলটির নেতাকর্মীদের সাথে আমার সুসম্পর্কের সৃষ্টি হয়েছে। ওই নির্বাচনে বিএনপির ভোটার তো আমাকেই ভোট দিয়েছিল। সুসম্পর্ক রক্ষা করতে আমি বিএনপির বিদ্রোহী গ্রুপের দুই তিনটি ইফতার মাহফিলে আমি যোগদান করেছিলাম। এ কারণে আমাকে কারণ দর্শনোর নোটিশ দেয়া হবে এটি ভাবতেও পারিনি। অতি শীঘ্রই আমি কারণ দর্শানো ওই নোটিশের লিখিত জবাব দিব বলেও জানান তিনি।

এ বিষয়ে কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক জানান, তিনি দলের কর্মকান্ডে সম্পূর্ণ নিস্ক্রিয় হওয়া সত্ত্বেও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশে যোগদান করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। এছাড়াও আগামী সাতদিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২০১৬ সালের ২৮ ডিসেম্বর ইঞ্জিনিয়ার লিয়াকত আলী আওয়ামীলীগ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে ৩০ ডিসেম্বর কালিহাতী আসন থেকে আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন না পেয়ে কৃষক শ্রমিক জনতালীগের মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে পরাজিত হন তিনি।

 

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840