প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার (২৭ মার্চ) সকালে উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশের (এসআই) ডিএম জহিরুল ইসলাম বলেন, মহাসড়কের এলেঙ্গায় এক ব্যক্তি রাস্তা পাড় হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক ওই পথচারীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের বয়স আনুমানিক ৫০ বছর হবে। এ ঘটনার পর বঙ্গবন্ধু সেতু থানায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।