সংবাদ শিরোনাম:
কালিহাতীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন মির্জাপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপিত ফ্রিল্যান্সিং ব্যবসার আড়ালে পর্ণোগ্রাফি, দুই যুবকের জেল-জরিমানা টাঙ্গাইলে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন গোপালপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ টাঙ্গাইলে স্মার্ট ভূমি অফিস বিনির্মাণে কর্মশালা টাঙ্গাইলে বাপ্পী হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত গাজীপুরের নির্বাচন জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবে না -কৃষিমন্ত্রী গোলাম কিবরিয়া বড় মনি নগ্ন ষড়যন্ত্রের শিকার!
কালিহাতীতে ভিডব্লিউবি কার্ড ছিঁড়ার অভিযোগ নারান্দিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে 

কালিহাতীতে ভিডব্লিউবি কার্ড ছিঁড়ার অভিযোগ নারান্দিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে 

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির ভিডব্লিউবি কার্ড কেড়ে নিয়ে ছবি ছিঁড়ে কার্ডে অবৈধ লিখে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ তালুকদারের বিরুদ্ধে।
উপজেলার নারান্দিয়া ইউনিয়নে গত ৫ এপ্রিল এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোমবার দুপুরে ভুক্তভোগী নারীরা কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলাবিষয়ক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নারী আন্না বেগম ও নার্গিস খাতুন উপজেলা নারান্দিয়া ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের বাসিন্দা।
আন্না বেগম ও নার্গিস খাতুন জানান, দুস্থ হওয়ায় সরকার থেকে তাদের ভিডব্লিউবি (ভিজিডি) কার্ড পেয়েছেন। গত ৫ এপ্রিল তারা ভিজিডির কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদে চাল আনতে গেলে চেয়ারম্যান মাসুদ তালুকদারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যান তাদের কার্ড কেড়ে নিয়ে ছবি ছিঁড়ে কার্ড দুইটিতে অবৈধ লিখে দিয়ে তাদের তাড়িয়ে দেন।
এবিষয়ে উপজেলা নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার বলেন, তাদের কার্ড ছিঁড়া ও অবৈধ করা হয়নি। ইউপি সদস্যের সঙ্গে ভুলবুঝাবুঝি হয়েছিল।
কালিহাতী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শিল্পী দে বলেন, এটা মহিলাবিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি কার্যক্রমের কার্ড। কার্ডটি ভুক্তভোগীর নিজস্ব সম্পদ। চেয়ারম্যানের হস্তক্ষেপ করার অধিকার নেই।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হুসেইন বলেন, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840