প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন যথাযথ মর্যাদায় পালন করেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগ।
এ উপলক্ষে সোমবার সকালে দলীয় কার্যালয়ের সামনে বিশেষ দোয়া প্রার্থনা এবং মিস্টি বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার সবার কাছে শেখ হাসিনার জীবন ও কর্ম সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের যোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছেন।
গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। তার হাত ধরেই আমরা এগিয়ে যাচ্ছি।
দেশের ভেতরে ও বাইরে সরকার এবং তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। মুজিব আদর্শের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে সাহস যোগাতে হবে।
আর তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সৃষ্টিকর্তার নিকট সবার প্রার্থনা করতে হবে। কারণ শেখ হাসিনা ভাল থাকলেই আমরা ভাল থাকবো। দেশ ও জাতি সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, সহ-সভাপতি এডভোকেট আজিজুর রহমান তোতা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,
কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহামন সিদ্দিকী স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মোহাম্মদ জিন্নাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহামেদ রাজু, সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ বাবু,
যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পরিমল পন্ডিত, সাবেক সদস্য হুমায়ুন খালিদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট হুমায়ুন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শফিুকল ইসলাম মিন্টু,
উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আরিফুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক মনির মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম মিয়া, পৌর শ্রমিক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর ছাত্রলীগের আহবায়ক রিফাত আল খালিদ রিমন, যুগ্ম আহবায়ক এইচএম হৃদয় ও শাহাবুদ্দিন, কলেজ ছাত্রলীগের আহবায়ক জাহিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।