মো.নূর আলম গোপালপুর: সারা দেশের ন্যায় গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, ওসি সোহরাব উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।