প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইলে থেমে থাকা ট্রাক্টরের ওপর বাঁশবোঝাই ট্রাক উল্টে ট্রাক্টরের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরিষাআটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে তবে চালক পলাতক রয়েছে।
নিহত ট্রাক্টর চালকের নাম লাভু ভূইয়া। তিনি উপজেলার সরিষাআটা গ্রামের মৃত নূর মোহাম্মদ ভূইয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে বাঁশবোঝাই একটি ট্রাক ভূয়াপুর-সাগরদিঘি রোডে ধলাপাড়া সরিষাআটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে থাকা একটি ট্রাক্টরের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক নিহত হয়।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ট্রাকটি জব্দ করা হয়েছে।