প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার সভাপতি হিসেবে উদ্ভোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভুমি) নুর নাহার বেগম।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র শহিদুজ্জামান খান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সমন্বয়ক নারী উদযাপন উন্নয়ন কর্মসুচী মিলন মুখার্জী, পাকুটিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জীবুন নিসা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।