প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : ঘাটাইলে বাস-পরিবহন শ্রমিকদের জন্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ৩৫৮ জন পরিারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার ৪ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় ঘাটাইল সরকারী জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু,উপজেলানির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার,ঘাটাইল পৌর মেয়র শহীদ্জ্জুামান খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
এ বিষয়ে ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, করোনা মহামারিতে গনপরিবহন বাস কোচ মিনিবাস বন্ধ। ফলে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৩৫৮ জন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৫ কেজি করে চাউল দেয়া হলো।