প্রতিদিন প্রতিবেদক : লকডাউনের প্রথম দিনে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলে কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে।
সকাল থেকেই জেলার সর্বত্র মার্কেট, শপিংমল, দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন সড়কে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মোড়ে ভ্রাম্যমান আদালত স্থাপন করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিসসেট্রটরা কাজ করছে। এছাড়া বিনা কারণে কাউকে রাস্তায় দেখা যাচ্ছে না। পুরো জেলায় শহর এলাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে পণ্যবাহী ট্রাক চলাচল করছে।