প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে দিন দিন করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ১১৩টি নমুনা পরীক্ষায় ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৪জন, দেলদুয়ারে ২জন, সখীপুরে ১জন, বাসাইলে ১জন, কালিহাতী ৮জন, ঘাটাইল ১জন ও ভূঞাপুরে ২জন নিয়ে মোট ২৯জন করোনায় আক্রান্ত।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ২০৩ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৮২ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ২৯৫জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২১০জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬০জন। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিউ বেডে ৩জন ও জেনারেল বেডে ১১জন নিয়ে মোট ১৪জন চিকিৎসাধীন রয়েছে।