প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব টাঙ্গাইল জেলা শাখা স্কুল শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে।
শনিবার বেলা তিনটার দিকে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।
সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ খালেদ। মূখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. শম্ভুনাথ চক্রবর্তী।
আলোচনা করেন শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, রহিমা মেমোরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার।