সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে নারীর ক্ষমতায়নের লক্ষে আত্মরক্ষার কৌশল শিখন প্রশিক্ষণ শুরু

  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে নারীর ক্ষমতায়নের লক্ষে ৩ মাসব্যাপী আত্মরক্ষার কৌশল শিখন প্রশিক্ষণ শুরু হয়েছে।

এ উপলক্ষে সোমবার দুপুরে মানব প্রগতি সংঘের উদ্যোগে শহরের সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন।

মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলম, শহর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফেরসৌদ আরা রুনু, সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ে সুপারিনটেনডেন্ট তানিয়া আক্তার, কারাতে প্রশিক্ষক শারমিন মালিহা প্রমুখ।

সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানায়, মূলত নারীদেরকে আত্মরক্ষা কৌশল শেখানোর জন্য এ প্রশক্ষিণের আয়োজন। এই প্রশিক্ষণ থেকে নারীরা তাদের আত্মরক্ষার কৌশল শিখতে পারবে। যে কোন পিছদে পড়লা তা সহজেই মোকাবেলা করতে পারেব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme