সংবাদ শিরোনাম:
হাজারো কৃষকের স্বপ্ন মাটির সাথে মিশে গেলো ডিস লাইনের কর্মচারী থেকে ১০০শ’ কোটি টাকার মালিক বাসাইলে সালিশি বৈঠকে হামলা, আহত ৪ চাকরি জাতীয়করণের একদফা দাবিতে নকল নবিশদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সখিপুরে বনের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন ঘাটাইলে ৯ দফা দাবিতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছবি তুলে ও ভিডিও ধারণ করে মানুষের মন জয় করে নিয়েছেন মীর নাইম ও তার প্রতিষ্ঠান Alfa Creation আসছে ২৯ অক্টোবর টাঙ্গাইলে বিসিবি কর্তৃক বয়সভিত্তিকি ক্রিকেট খেলোায়াড়দের  নিবন্ধন টাঙ্গাইলে শুরু হতে যাচ্ছে শহীদ স্মৃতি ক্রিকেটারর্স কাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪
টাঙ্গাইলে বাজাজ ঈদ অফার ফ্রি পেল হোন্ডা

টাঙ্গাইলে বাজাজ ঈদ অফার ফ্রি পেল হোন্ডা

প্রতিদিন প্রতিবেদকঃ বাজাজ মটরর্স এর ঈদ অফারে একটি মোটর সাইকেল কিনে ১০০ভাগ ক্যাশ ব্যাক অর্থাৎ এক লাখ ৯৯ হাজার টাকা পেল টাঙ্গাইল সদর উপজেলার যুগনী গ্রামের খাইরুল হুদা শিমুল।

রোববার টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কে জয় মটরর্স বাজাজের শো-রুম থেকে মোটরসাইকেল কিনে স্ক্যাচ কার্ড ঘষে ১০০ভাগ ক্যাশ ব্যাক পান তিনি।

এ সময় জয় মটরর্স এর স্বতাধিকারী মোঃ আখতার হোসেন খান, বেশ কিছু গ্রাম ও শো-রুমের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় আনুষ্ঠানিক ভাবে মোটর সাইকেল এর প্রতিকী চাবিও তুলে দেয়া হয়।
জয় মটরর্স কতৃপক্ষ জানায়, রমজানের ঈদ উপলক্ষে বাজাজ মটরর্স এর পক্ষ থেকে ঈদ অফার দেয়া হয়েছে।

এতে প্রতিটি মোটরসাইকেল কেনার পর স্ক্যার্চ কার্ড দেয়া হয়। এটি ঘষে ২০০০ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত নগদ ক্যাশ ব্যাক এবং মোটরসাইকেলে সম্পুর্ন মুল্য ক্যাশ ব্যাক পাবার সুযোগ রয়েছে। ঈদ অফারে টাঙ্গাইল জেলায় প্রথমবারের মত একলাখ ৯৯ হাজার টাকা ক্যাশ ব্যাক পেল খাইরুল হুদা শিমুল।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840