প্রতিদিন প্রতিবেদকঃ বাজাজ মটরর্স এর ঈদ অফারে একটি মোটর সাইকেল কিনে ১০০ভাগ ক্যাশ ব্যাক অর্থাৎ এক লাখ ৯৯ হাজার টাকা পেল টাঙ্গাইল সদর উপজেলার যুগনী গ্রামের খাইরুল হুদা শিমুল।
রোববার টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কে জয় মটরর্স বাজাজের শো-রুম থেকে মোটরসাইকেল কিনে স্ক্যাচ কার্ড ঘষে ১০০ভাগ ক্যাশ ব্যাক পান তিনি।
এ সময় জয় মটরর্স এর স্বতাধিকারী মোঃ আখতার হোসেন খান, বেশ কিছু গ্রাম ও শো-রুমের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় আনুষ্ঠানিক ভাবে মোটর সাইকেল এর প্রতিকী চাবিও তুলে দেয়া হয়।
জয় মটরর্স কতৃপক্ষ জানায়, রমজানের ঈদ উপলক্ষে বাজাজ মটরর্স এর পক্ষ থেকে ঈদ অফার দেয়া হয়েছে।
এতে প্রতিটি মোটরসাইকেল কেনার পর স্ক্যার্চ কার্ড দেয়া হয়। এটি ঘষে ২০০০ হাজার টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত নগদ ক্যাশ ব্যাক এবং মোটরসাইকেলে সম্পুর্ন মুল্য ক্যাশ ব্যাক পাবার সুযোগ রয়েছে। ঈদ অফারে টাঙ্গাইল জেলায় প্রথমবারের মত একলাখ ৯৯ হাজার টাকা ক্যাশ ব্যাক পেল খাইরুল হুদা শিমুল।