সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

টাঙ্গাইলে বিএনপির মেয়র প্রার্থীর সভায় হামলার অভিযোগ

  • আপডেট : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৭৩ বার দেখা হয়েছে।

কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. মাহমুদুল হক ওরফে সানুর পথসভায় সোমবার (২৫ জানুয়ারি) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শহরের শহীদ মিনারে সভা করেছে তার সমর্থকরা।

মাহমুদুল হক সানু জানান, আজ বিকেলে জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে তিনি শহরের দিঘুলীয়া ও কালীপুরে পথসভা শেষ করে ৫নং ওয়ার্ডের সাকরাইল বটতলা এলাকায় পথসভা করতে যান। বিকেলে ৫টার দিকে সভা শুরুর কিছুক্ষণ পরে কয়েকজন যুবক ‘নৌকার’ স্লোগান দিয়ে হামলা চালায়। হামলাকারীরা পথসভায় ব্যবহৃত অটোরিকশা ও মাইক ভাঙচুর করেন বলে দাবি করেন মাহমুদুল হক সানু।

বিএনপির এই প্রার্থী বলেন, হামলার ফলে তারা আর সেখানে পথসভা করতে পারেননি। পরে বিষয়টি মৌখিকভাবে জেলা নির্বাচন কর্মকর্তাকে অবগত করেছেন।

হামলার প্রতিবাদে সন্ধ্যায় শহরের শহীদ মিনারে সভা করেছেন বিএনপি নেতারা। এতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মেয়র পদপ্রার্থী মাহমুদুল হক সানু প্রমুখ বক্তব্য রাখেন।

গত ১৪ জানুয়ারি রাতে শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ায় বিএনপির প্রার্থীর নির্বাচনি অফিস ভেঙে ফেলার অভিযোগ ওঠে। এর আগের দিন ১৩ জানুয়ারি শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় নির্বাচনি সভায় হামলা ও ভাঙচুর করা হয়।

আগামী ৩০ জানুয়ারি টাঙ্গাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হয়েছেন সিরাজুল হক আলমগীর। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আব্দুল কাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme