প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” শ্লোগানকে সামনে নিয়েে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক র্যালি বের করা হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) উদ্যোগে র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিশু একাডেমী মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সড়ক ও জনপদ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী আমিমুল এহসান, মোটরযান পরিদর্শক ওয়াহিদুজ্জামান,
বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার।
এসময় টাঙ্গাইল জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।