সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৫৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১০ মে দুপুরে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফরউল্লাহ কাজল, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এতে বক্তব্য রাখেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছরোয়ার আলম খান আবু, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম প্রমুখ।
কর্মশালায় মাদক সেবন, প্রতিকারসহ মাদকের অপব্যবহার রোধে কল্পে সমন্বিত আলোচনা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme