প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ১নং ওয়ার্ডের সবস্তরের জন সাধারণের উদ্যোগে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট্য সমাজ সেবক আখতারুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেন তালুকদার, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলু,
বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান লিটন, টাঙ্গাইল সদর ফাড়ির ইনচাজ মোশারফ হোসেন,
টাঙ্গাইল জেলা কৃষক লীগের যুগ্ম-সম্পাদক সম্পাদক আরিফ খান ইউসুফ জাই, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তমছের আলী।
অনুষ্ঠান পরিচালনা করেন সিকদার সেলিম। এসময় শহর আওয়ামী লীগের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মাদক ও সন্ত্রাস দমনে সকলের সহযোগিতা কামনা করেন।