প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের দূর্নীতি নিয়ে মানববন্ধন করেছে মার্কেটের পুরাতন দোকান মালিকরা।
দুপুরে টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের সামনে পুরাতন দোকান মালিকরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,সমবায় মার্কেট উন্নয়নের জন্য পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন তৈরি করা হয়। যখন ভাঙ্গা হয় তখন সমবায় সুপার মার্কেটের অবৈধ ভাবে নির্বাচিত সভাপতি কুদরত ই ইলাহি বলেন, যাদের দোকান রয়েছে তারা নতুন ভবন হলে পুনরায় দোকান পাবেন। কিন্তু নতুন ভবন তৈরি হলে তা এখনো দোকান মালিকদের কে বুঝিয়ে দিচ্ছে না। সভাপতি কুদরত ই ইলাহি তালবাহানা করছেন দোকান মালিকদের সাথে। তাই এই দূর্নীতিবাজ সভাপতির দৃষ্টান্ত মূলক শাস্তি ও পুরাতন দোকান মালিকদের দোকান বুঝিয়ে দেওয়ার জন্য দাবী জানায়।
এসময় সমবায় সুপার মার্কেটের সকল দোকান মালিক উপস্থিত ছিলেন।