প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা শনিবার সকাল ১০ টায় টাঙ্গাইল পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলা নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আতœ-সমালোচনা সহ বিভিন্ন গঠনমূলক বক্তব্য রাখেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন সভাটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, শাহিনুর রহমান শাহিন, নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, সাইফুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক বাবুল ইসলাম বাবু, সোহাগ, প্রচার সম্পাদক আসাদুজ্জামান সোয়েব, মানবাধিকার বিষয়ক সম্পাদক সুমন সেন প্রণয়, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সাইদ, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সহ সম্পাদক পলাশ আনছারী, সদস্য মীর রুহুল আমিন রনি, মাসুদ পারভেজ শাকিল প্রমুখ।