সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে পুজামন্ডপ পরিদর্শন করলেন….. সুলতান সালাউদ্দিন টুকু যুক্তরাজ্যে টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে কলেজ ছাত্র ইমন হত্যা মামলা, আ’লীগের ২ নেতা গ্রেপ্তার টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার সখীপুরে বেশি দামে ডিম বিক্রি করায় তিন আড়তদারকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা মধুপুরে চাঁদমণি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে১৫ হাজার টাকা জরিমানা এবারের পুজাটি যেন নতুন বাংলাদেশের পুজা হয়….উপদেষ্টা ফরিদা আখতার গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

প্রতিদিন প্রতিবেদক: জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী নেতা মান্নাফির ধৃষ্টাতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জেলা স্বেচ্ছাসেবকদল।

বুধবার ২০ জুলাই দুপুরে শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে। এর আগে সভাস্থলে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয় দলের বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠণের নেতাকর্মীরা।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তরিকুল ইসলাম ঝলকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রৌফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রিপন চৌধুরী, এস এম আলমগীর হোসেন, লিটন পাল, মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক মিয়া, কামরুল হাসান উজ্জল, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ, সদর থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকী জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউর রহমান রুমেল, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান সজিব প্রমুখ। এতে অংশ নেয় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হক মনির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আল মাসুম, স্বপন, নূরে আলম সাদেক, ইজাজুল হক সবুজ, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন, জেলা স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক আটল ভূইয়া, তথ্য গবেষনা সম্পাদক দেলজু মিয়াসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840