প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবে বই প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের শাহীন স্মৃতি পাঠাগারে এ বই দেয়া হয়।
এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রতিনিধি মীর জালাল আহমেদ উজ্জ্বল ও সংগঠনের বিভাগীয় সমন্বয়ক গৌতম চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ বলেন, টাঙ্গাইল প্রেসক্লাবে আধুনিক মানের একটি পাঠাগার রয়েছে। এই পাঠাগারে বিভিন্ন ধরনের বই রয়েছে। প্রেসক্লাবের সদস্যরা খুব সহজেই নিয়মিত এই পাঠাগারে বই পড়তে পারেন।