প্রতিদিন প্রতিবেদক: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) তে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ’এ’ ইউনিটের ১ম দিনের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে শুক্রবার সকাল ১০ টায় ইলেকট্রনিক্স ডিভাইসসহ ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃত হলেন টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার আক্কাস আলির ছেলে আহসান হাবিব এবং একই এলাকার আরিফ মিয়ার ছেলে আতিকুর রহমান। আহসান হাবিবকে টাঙ্গাইল শহরস্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ ও আতিকুর রহমানকে টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্র থেকে আটক করা হয়। দু’জনই টাঙ্গাইল সৃষ্টি কলেজের শিক্ষার্থী বলে জানা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষা জালিয়াতির সাথে জড়িত অনান্য সম্ভভাব্য সদস্যদের সনাক্তকরনের জন্য তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।