সংবাদ শিরোনাম:
সখিপুরে বনের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন ঘাটাইলে ৯ দফা দাবিতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছবি তুলে ও ভিডিও ধারণ করে মানুষের মন জয় করে নিয়েছেন মীর নাইম ও তার প্রতিষ্ঠান Alfa Creation আসছে ২৯ অক্টোবর টাঙ্গাইলে বিসিবি কর্তৃক বয়সভিত্তিকি ক্রিকেট খেলোায়াড়দের  নিবন্ধন টাঙ্গাইলে শুরু হতে যাচ্ছে শহীদ স্মৃতি ক্রিকেটারর্স কাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ সখীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত টাঙ্গাইল প্রেসক্লাবের জাল সনদধারীদের পদত্যাগের ৭ দিনের আল্টিমেটাম টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল ছাত্রলীগ নিষিদ্ধ: ভাসানী বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল
টাঙ্গাই‌লে পৃথক দুটি এলাকা থেকে দুই‌ ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাই‌লে পৃথক দুটি এলাকা থেকে দুই‌ ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাই‌ল সদর উপজেলা ও ভূঞাপুর উপজেলা থেকে অজ্ঞাত দুইজ‌নের লাশ উদ্ধার ক‌রে‌ছে থানা পু‌লিশ।

শ‌নিবার (১১ জুন) বিকেলে এবং সন্ধ্যায় টাঙ্গাই‌লের পৃথক পৃথক দুই‌টি স্থান থে‌কে এ লাশ দুই‌টি উদ্ধার ক‌রো হয়।

এরমধ্যে ভুঞাপুর উপ‌জেলার গাবসারা ইউ‌নিয়নের রাজাপুর থে‌কে যে লাশটি উদ্ধার করা হয়েছে সে একই উপ‌জেলার ফলদা ইউ‌নিয়‌নের ধুব‌লিয়া গ্রা‌মের শামছুল হ‌কের ছে‌লে স‌জিব (২৩)। অন‌্যদি‌কে ঢাকা-টাঙ্গাই‌ল মহাসড়‌কের সদর উপ‌জেলার ঘা‌রিন্দা এলাকা থে‌কে উদ্ধার হওয়া লা‌শের প‌রিচয় এখনও পাওয়া যায়‌নি।

স্থানীয়রা জানান,বি‌কে‌লে ভুঞাপুর উপ‌জেলার রাজাপু‌রে কৃষকরা ক্ষে‌তের শস‌্য কাট‌তে গি‌য়ে লাশ‌টি প‌ড়ে থাক‌তে দেখে। এসময় তারা পু‌লি‌শে খবর দেয়। পু‌লিশ ঘটনাস্থল থে‌কে লাশ‌টি উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব জানান, লাশ‌টি পচন ধ‌রে পোকা ধ‌রেছে। তিন চার‌দিন আ‌গে সম্ভবত লাশ‌টি সেখা‌নে প‌ড়ে‌ছিল। ময়নাতদ‌ন্তের পর ঘটনার প্রকৃ‌তি রহস‌্য জানা যা‌বে। তি‌নি আ‌রো জানান, প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে লাশ পাওয়া ওই ব‌্যক্তি মধুপু‌রে এক‌টি মাদরাসায় পড়াশুনা কর‌তো। গত তিন ধ‌রে সে বা‌ড়ি‌তে এ‌সে‌ছে।

এ‌দি‌কে টাঙ্গাইল সদর থানার এসআই মনির হোসেন জানান, অজ্ঞাত ব‌্যক্তির (আনুমানিক ৩৫) পঁচে পোকা ধরে গেছে শরীরে। ধারনা করা হচ্ছে মরদেহটি ৫/৬ দিন আগে হত্যা করে ফেলে রেখেছে দুর্বত্তরা। ত‌বে লাশের পরিচয় পাওয়া যায়নি। প‌রে লাশ‌টি উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। ময়নাতদন্তের পরই জানা যাবে হত্যার মূল উদ্দেশ্য কি। তিনি আরও বলেন, আমরা তদন্ত শুরু করে দিয়েছি খুব দ্রুতই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840