সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টাংগাইল শহরের ১৮ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত নিয়ম বর্হিভূত ভাবে ভূঞাপুরে ৯কোটি টাকার জব্দ বালু ৫০ লাখে বিক্রি টাঙ্গাইলে সেফ লাইফ বাংলাদেশের ঈদ উপহার বিতরণ  বাসাইলে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুকে ধর্ষণের চেষ্টা; যুবককে গণধোলাই  টাঙ্গাইল সদর থানায় শ্রেষ্ঠ এসআই শ্রী রামকৃষ্ণ টাঙ্গাইলে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  সংবাদ প্রকাশের জেরে ঘাটাইলে মানবজমিন প্রতিনিধির ওপর হামলা দায়িত্ব গ্রহণের তিন মাসেই দু’বার শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ সোনিয়া ফাউন্ডেশনের সোনিয়ার বিরুদ্ধে ভুক্তভোগী রোজিনার সংবাদ সম্মেলন 

দুই শিশু ধর্ষণের আসামি গ্রেফতার দাবিতে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে দুই শিশুকে ধর্ষণের আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় উপজেলার কচুয়া বাজারে এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে প্রায় ঘণ্টাব্যাপী সাগরদিঘী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ সমাবেশ করে। এ সময় সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতারের দাবিতে পুলিশকে সময়সীমা বেধে দেন।

মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় কিন্ডারগার্টেনের শতাধিক শিশু ও এলাকাবাসী অংশ নেয়।

জানা যায়, দুই শিশুকে ধর্ষণের মামলার আসামির নাম হায়দার আলী (৪৮)। সে উপজেলার দামিয়া এলাকার মৃত আ. কদ্দুস মিয়ার ছেলে। হায়দার আলী উপজেলার কচুয়া বাজারে দীর্ঘদিন ধরে দোকান করে আসছে। তাঁর বিরুদ্ধে সখীপুর থানায় প্রতারণাসহ আরও চারটি মামলা রয়েছে।

মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস সিকদার, কালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, স্থানীয় ছাত্রলীগ নেতা দেওয়ান ফাহিম ফয়সাল প্রমুখ ।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভুইঁয়া বলেন, গত মঙ্গলবার ওই দুই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি দিনের বেলায় বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে দুই শিশুকে (৬), (৯) তাঁর দোকানের সঙ্গে থাকার ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গত সোমবার রাতে (১ মার্চ) ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলা হওয়ার এক সপ্তাহ পার হলেও পুলিশ অভিযুক্ত ব্যবসায়ীকে এখনো গ্রেপ্তার করতে পারেননি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme