প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে প্রানিসম্পদ প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।
দেলদুয়ার শেখ রাছেল মিনি স্টেডিয়ামে ৫০টি স্টলে ৫০জন খামাড়ী বিভিন্ন জাতের গরু, ছাগল, মুরগী, কবুতর, ও কোযেল পাখী প্রর্দশন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক ডাঃ মোঃ অফাজ উদ্দিন মিঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃমো রানা মিয়া, আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলু হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহ সানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃএনায়েত করিম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ শরিফুল ইসলাম।