সংবাদ শিরোনাম:

দেলদুয়ারে বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৫৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে আনিসুর রহমান (৫০) নামের এক ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার লাউহাটী ইউনিয়নের পাচুরিয়া গ্রামের খাঁলের পাড় থেকে লাশটি উদ্ধার করে দেলদুয়ার থানা পুলিশ। আনিসুর লাউহাটী ইউনিয়নের হেড়ন্ডপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে।

তিনি লাউহাটী বাজারে ক্লিনিকের ব্যবসা করতেন এবং পল্লী বিদ্যুতের সাবেক এলাকা পরিচালক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে নিখোঁজ হওয়ার পর থেকে আনিসুরের মোবাইল ফোনটি বন্ধ ছিল।

মঙ্গলবার দুপুরে ধলেশ্বরী নদীর অদূরে খালের পাড়ে বস্তার ভেতর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

দেলদুয়ার থানার সেকেন্ড অফিসার এস আই মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে বিকাল ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে বস্তার ভেতর লাশের গলা কাটা ছিল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme