প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লাউহার্টী ইউনিয়নের তারটিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম রাসেল (৩০)। সে তারটিয়া গ্রামের মনির সিকদারের ছেলে।
জানা যায়, বুধবার সকালে স্থানীয়রা একটি গাছে রাসেল মরদেহ ঝুলতে দেখে। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
থানা পুলিশ জানায়, দেলদুয়ারের লাউহার্টী ইউনিয়নে তারটিয়া গ্রামে যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছি।