প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নাগরপুর মহিলা অনার্স কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরপুর মহিলা অনার্স কলেজ আয়োজিত বসন্তবরণ ও পিঠা উৎসবকে ঘিরে নবীন প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলায় ক্যাম্পাস সাজে বর্ণিল সাজে। কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাড. মুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান।