সংবাদ শিরোনাম:

বাসাইলে নবাগত নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার

  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৬৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন পাপিয়া আক্তার।

সোমবার ১৪ নভেম্বর পাপিয়া আক্তার বাসাইল উপজেলার ২৭তম উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।

পাপিয়া আক্তার ৩৪তম বিসিএস এর মাধ্যমে প্রশাসনিক ক্যাডারে নিয়োগ লাভ করেন। তিনি ঢাকা ইডেন মহিলা কলেজ হতে হিসাব বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকত্তোর ডিগ্রি লাভ করেন। তার নিজ বাড়ি কুমিল্লায়। বাসাইলে আসার পূর্বে তিনি ঢাকা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার বলেন, আমি বাসাইলের সার্বিক উন্নয়নে পাশে থাকতে চাই। বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং সহ নানা ধরনের অপরাধ ও দুর্নীতি দমনে আমি সর্বদাই কাজ করে যাবো। এছাড়া সরকারি নানাবিধি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে চাই। এজন্য সচেতন নাগরিক, পেশাজীবি, সাংবাদিকসহ সর্বস্তরের সকলের সহযোগিতা কামনা করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme