সংবাদ শিরোনাম:
এবারের পুজাটি যেন নতুন বাংলাদেশের পুজা হয়….উপদেষ্টা ফরিদা আখতার গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০ শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাজাহান সিরাজ আর নেই

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাজাহান সিরাজ আর নেই

প্রতিদিন প্রতিবেদক : মহান স্বাধীনতার ইশতেহার পাঠক বিএনপি’র সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ (৭৭) আর নেই।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিনী রাবেয়া সিরাজ।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে রাজিব সিরাজ শুভ এবং এক মেয়ে ব্যারিষ্টার সারওয়াত সিরাজ শুক্লাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কালিহাতী ও টাঙ্গাইল সহ কেন্দ্রীয় ভিবিন্ন শ্রেণী-পেশার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।

বুধবার (১৫ জুলাই) তার মরদেহ ঢাকা থেকে টাঙ্গাইলের কালিহাতীতে আনা হবে। সেখানে এলেঙ্গা ও কালিহাতীতে নামাজে জানাযা শেষে ঢাকার বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

বর্নাঢ্য রাজনীতিবিদ শাজাহান সিরাজ ১৯৪৩ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল গণি মিয়া এবং মাতার নাম রাহিমা খাতুন। বাড়ি টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার বেতডোবাতে।

স্বাধীনতা পূর্ববর্তী রাজনীতির ‘চার খলিফা’র একজন। বাংলাদেশের জাতীয় পতাকা তৈরির পরিকল্পনাকারীদের মধ্যে তিনি অন্যতম। ৩ মার্চ ১৯৭১ সালে মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ।

শাজাহান সিরাজ একজন তুখোড় ছাত্রনেতা হিসেবে ষাটের দশকে বঙ্গের আলীগড় খ্যাত টাঙ্গাইলের করটিয়ার সরকারি সা’দত কলেজের ছাত্রসংসদের দুই দুই বার ভিপি নির্বাচিত হন।

পরবর্তীতে তিনি জাসদ ও বিএনপি’র প্রার্থী হয়ে ১৯৭৯, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ৫ বার টাংগাইল- ৪ (কালিহাতী) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করে বিজয়ী হন।

স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাজনীতির সাথে যুক্ত হন। পরবর্তীতে জাসদ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করে ভাইস চেয়ারম্যান পদে উন্নীত হন। ১/১১ সময়ে দুর্নীতির দায়ে জেল গিয়েছিলেন।

তিনি বিএনপি সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী, বন ও পরিবেশ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন।

শিক্ষানুরাগী হিসেবে তিনি কালিহাতী উপজেলা সদরে কালিহাতী শাজাহান সিরাজ কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

প্রয়াত শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ জানান, তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। বাসায় ও হাসপাতালে তার চিকিৎসা চলতো। আমি তার বিদ্রেহী আত্মার জন্য কালিহাতীবাসীসহ দেশের সকলের কাছে দোয়া চাই।

রাবেয়া সিরাজ আরো বলেন ওনার মরদেহ বুধবার টাঙ্গাইলের কালিহাতীতে নেওয়া হবে। এলেঙ্গা ও কালিহাতীতে নামাজে জানাযা শেষে তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ বকলের মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মর্ডাণ হাসপাতালে ১১ দিন লাইফ সাপর্টে থাকার পর বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৫ টায় তিনি মারা যান।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে আলহাজ আবুল কালাম আজাদ বকলের মরদেহ দুপুরে গ্রামের বাড়ী টাঙ্গাইলের ধনবাড়ীর বকল বাড়ীতে আনা হয়। বিকেল ৩ টায় তার জানাযা নামাজ শেষে বিশেষ ব্যবস্থায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। স্ত্রী সহ সন্তানাদি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

গত ২৮ জুন করোনা সন্দেহে তাকে ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৪ জুলাই পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে।

তিনি করোনায় আক্রান্ত হয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ রফিকুল ইসলামের তত্তাবধানে চিকিসাধীন ছিলেন।

তার মৃত্যুতে ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন,

প্রেসক্লাব সভাপতি স.ম জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী, ধনবাড়ী ইলেকটনিক্স এন্ড প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন (ই.পা.ধ) এর সভাপতি রবিউল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন, মানবাধিকার কর্মী সাংবাদিক আব্দুল্লাহ আবু এহসান খোকন, মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান গভীর শোক ও শোকসন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও ধনবাড়ীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ধনবাড়ী বণিক সমিতি, ধনবাড়ী বাজার ব্যাবসায়ী সমিতি ও ধনবাড়ী সংবাদ পত্র এজেন্ট সহ হকাররা তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840