প্রতিদিন প্রতিবেদক : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী আহুত ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস স্মরণে ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ‘ঐতিহাসিক কাগমারী সম্মেলনের বাস্তবতা’ শীর্ষক আলোচনা ও দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় টাঙ্গাইলের সন্তোষ দরবার হলে এ আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৫৭-র কাগমারী সম্মেলনে অংশগ্রহণকারী ও ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব।
বিশেষ আলোচক হিসেবে ভার্চুয়ালি যোগ দেন ভাসানী গবেষক ও কলকাতার ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা সৌমিত্র দস্তিদার।
সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি ভাসানী পরিষদের সাবেক সভাপতি ড. ইকবাল বাহার বিদ্যুৎ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আজাদ খান ভাসানী।
এরপর দুপুর ১২টা থেকে ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও কর্মশালায় বিভাগীয় ও জেলা কমিটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।