সংবাদ শিরোনাম:

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যমূলক পদক প্রদানের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন ২০২৩-এর বৈষম্যমূলক পদক প্রদান নীতিমালা বাতিল পূর্বক পূর্বের নিয়ম বহাল রাখার জন্য অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্যান্ডেলের সম্মুখে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে প্রতিবাদকারীরা নতুন নিয়ম বাতিল করে পূর্বের নিয়মানুযায়ী ৩য় সমাবর্তনে ডিন’স লিস্ট ও ডিন’স অ্যাওয়ার্ড এবং স্নাতকোত্তর পর্যায়ে সকল পদক প্রদানের দাবী জানায়। ৩য় সমাবর্তনে পূর্বের নিয়মানুযায়ী পদক প্রদান না করলে সমাবর্তনের সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই শিক্ষকরা অংশগ্রহণ না করা এবং সমাবর্তন পরবর্তীতে মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme