প্রতিদিন প্রতিবেদক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ আর এম সোলাইমান-কে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ নুর-ই-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য দেয়া হয়।
উল্লেখ্য, নব-নিয়োগ প্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর ড. এ আর এম সোলাইমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের (পিআরএল ভোগরত) অধ্যাপক। ২০১৪ সালের জুলাই মাসে ১ম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মনিরুজ্জামান দায়িত্ব শেষ করার পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর পদটি শূন্য ছিল। প্রফেসর ড. এ আর এম সোলাইমান বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২য় প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেলেন।