প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর : ভূঞাপুরে অটোপাসের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৩ ফ্রেবরুয়ারী ) সকালে ভুঞাপুর থানার তারাকান্দী রোডের সামনে ২০২১ সালের এসএসসি পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবিতে তারা এই মানববন্ধন করে।
এতে পৌরএলাকাসহ আশপাশের কয়েকটি স্কুলের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।
গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন , মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় তাদের লেখাপড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম থাকলেও সবার পক্ষে তা সম্ভব হয়নি। এমতাবস্থায় তাদের সিলেবাস শেষ হয়নি।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, প্রায় ১১ মাস বন্ধ রয়েছে স্কুল। তিন মাস ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে বলা হয়েছে ।
পরীক্ষা জুনে হলে ফল প্রকাশ করতে জুলাই-আগস্ট মাস চলে যাবে। সেপ্টেম্বর-অক্টোবর চলে যাবে কলেজে ভর্তি হতে। এতে সেশনজট সৃষ্টি হবে । এসব হতে আমরা মুক্তি চাই। আমাদের দাবি মানতে হবে।
উপজেলা মডেল স্কুলের এক শিক্ষার্থী বলেন, সবাই থাকবে সুখে, আগুন কেন জ্বলবে এসএসসি শিক্ষার্থীদের বুকে, ‘জীবন বাজি রাখবো না, পরীক্ষা আমরা দেবো না’ ‘ফিরিয়ে দিন ১১ মাস, নয়তো দিন অটোপাস’ ‘সেশনজট নিয়ে এসএসসি নয়, বিকল্প পদ্ধতিতে অটোপাসের সিদ্ধান্ত চাই এমন নানা দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে রাস্তায় নেমেছি।