সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ভূঞাপুরে ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৭ জুন উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতান আয়োজন করা হয়।

ভূঞাপুর উপজেলার অধিনে ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় ক গ্রুপের ৫০ মিটার দৌড়, ২৫ মিটার চকলেট দৌড়, দীর্ঘ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাঁজো, খ গ্রুপে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লম্ফ, ভারসাম্য দৌড়, ক্রিকেট বল নিক্ষেপ, অংক দৌড়। সাংস্কৃতি প্রতিযোগিতায় ছিল ক গ্রুপ ছড়া আবৃত্তি, নূত্য, চিত্রঙ্কন, সুন্দর হাতে লেখা, খ গ্রুপে কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান, নৃত্য, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, শ্রেষ্ট কাব শিশু।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর -গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, থানা অফিসার ইন-চার্জ মো. ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার এম.জি মাহমুদ ইজদানী, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহীউদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সমপাদক আরজু, শুশুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শহীদুজ্জামান খানসহ অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। পরে ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্তদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme