খায়রুল খন্দকার ভূঞাপুর : বেড়ে চলেছে ভূঞাপুরে করোনার সংখ্যা। নতুন অারো ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মহীউদ্দিন আহমেদ জানান, নতুন আক্রান্তরা হলেন, হাসপাতালের ২ জন, পৌরসভার বীরহাটীর এলাকার ১ জন, বীরামদীর ১ জন, ফদলা ইউনিয়নের ২ জন এবং গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীরচর এলাকার ১ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীন জানান , ভূঞাপুরে দিন দিন বেড়েই চলেছে করোনার সংখ্যা । ঘরে থাকুক প্রয়োজনে ঘর থেকে বের হন। অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার ভালো । আর ঘর থেকে বের হলে মাস্ক পড়ে বের হন।
উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬২ জন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৯ জন। এছাড়া চিকিৎসারধীন রয়েছে ৬১ জন।