সংবাদ শিরোনাম:
গোপালপুরে নিরাপদ ও দখলমুক্ত সড়কের দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ভূঞাপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে বাড়িতে ডাকাতি কালিহাতীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন মির্জাপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপিত ফ্রিল্যান্সিং ব্যবসার আড়ালে পর্ণোগ্রাফি, দুই যুবকের জেল-জরিমানা টাঙ্গাইলে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন গোপালপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ টাঙ্গাইলে স্মার্ট ভূমি অফিস বিনির্মাণে কর্মশালা টাঙ্গাইলে বাপ্পী হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
ভূঞাপুরে পাগলা কুকুরের কাপড়ে আহত মানুষ ও গরু-ছাগল

ভূঞাপুরে পাগলা কুকুরের কাপড়ে আহত মানুষ ও গরু-ছাগল

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে এক পাগরা কুকুরের কামড়ে তিন গ্রামের নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন আহত হয়েছে। এ ছাড়া ৪টি গরু ও বেশ কয়েকটি ছাগলকেও কামড়িয়েছে কুকুরটি। রোববার ৬ ও ৭ মার্চ সোমবার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর, সাফলকুড়া ও চর অলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সালমান (৬), আল আমিন (৭), লাবিব (৬), হামেলা বেগম (৫৫), লাইলী বেগম (৬০), শাহজাহান (৬০) ও ফরিদ (৬০)। বাকিদের পরিচয় জানা যায়নি।
এদিকে ওই এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করলে সোমবার সকালে ভাদুরীরচর মসজিদের মাইক দিয়ে কুকুরটি মেরে ফেলতে ঘোষণা দেয়া হয়। পরে ক্ষুব্ধ জনতা কুকুরটিকে পিঠিয়ে মেরে ফেলে। স্থানীয় ইউপি সদস্য মহির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক দিন ধরে কুকুটির কারণে মানুষ আতঙ্কিত। যখন তখন তেড়ে এসে কামড় দিতো। তিনি আরও বলেন, গত দুইদিনে কমপক্ষে ১০ থেকে ১২ জনকে কামড়ি দিয়েছে। পরে সকালে মসজিদের মাইক দিয়ে মাইকিং করে গ্রামের লোকজন জড়ো হয়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।
আহত লাইলী বেগম বলেন, সোমবার ভোর সকালে রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ করে পেছন থেকে ওই পাগলা কুকুরটি আমার পায়ে কামড়ে দেয়। পরে হাসপাতালে গেলে ডাক্তার বলেন ভ্যাকসিন নেই। পরে হাসপাতালের পাশের একটি ফার্মেসি থেকে ৪৬০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনে নিই। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল মামুন বলেন, কুকুরের কামড়ে আহত লোকজন চিকিৎসা নিতে এসেছিল। পরে আল-আমিন নামে এক শিশু আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ না থাকায় বাকিদেরকে বাহিরে থেকে ভ্যাকসিন সংগ্রহের জন্য বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840