সংবাদ শিরোনাম:
শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টুর্নামেন্টের ফাইনালে আমেনা স্পোর্টস বিজয়ী নিরাপদ সড়কের দাবীতে শহরের বেড়াডোমা এলাকায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের তিনটি মামলায় ১৫ দিনের রিমান্ড হাজারো কৃষকের স্বপ্ন মাটির সাথে মিশে গেলো ডিস লাইনের কর্মচারী থেকে ১০০শ’ কোটি টাকার মালিক বাসাইলে সালিশি বৈঠকে হামলা, আহত ৪ চাকরি জাতীয়করণের একদফা দাবিতে নকল নবিশদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সখিপুরে বনের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে দুইদিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন ঘাটাইলে ৯ দফা দাবিতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ
ভূঞাপুরে পানিতে ডুবে ৬০ বছরের বৃদ্ধের মৃত্যু

ভূঞাপুরে পানিতে ডুবে ৬০ বছরের বৃদ্ধের মৃত্যু

খায়রুল খন্দকার ,ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে জুব্বার আলী মন্ডল (৬০) নামের এক বৃদ্ধ বন্যার পানিতে ডুবে মারা গেছেন।

১১ জুলাই (মঙ্গলবার) বিকাল ৩ টায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামের নিহত জুব্বার আলী মন্ডল মৃত নবাব আলী মন্ডলের ছেলে ।

বন্যায়  যমুনা নদীর পানি বিপদ সীমার অনেক ওপর দিয়ে প্রভাবিত হওয়ায় ইউনিয়নের অনেক গ্রাম নতুন করে প্লাবিত হয়। এতে এলাকার রাস্তা ঘাট সব তলিয়ে যায়। এলাকাবাসীর অনেকেই নৌকা বা কলা গাছের ভেলায় করে যাতায়াত করে। আর যাদের এসব নেই তারা অতি সন্তর্পনে কাপড় ভিজিয়ে যাতায়াত করেন।

এলাকাবাসী জানান, জুব্বার আলী মন্ডল বাড়ি থেকে পানিতে ভিজে বাজারে  উদ্দেশ্যে রওনা হন। কিন্তু সে আর ফিরে আসেননি। অনেকক্ষণ তার খোঁজ না পেয়ে তার ভাতিজা শাহজাহান আলী পানিতে ভিজে তার খোঁজে বের হন। কিছুদূর এগিয়ে গেলে হঠাৎ তার পায়ে কিছু একটা জিনিসের সাথে ধাক্কা লাগে। এতে তার সন্দেহ হলে পানির নিচে থেকে সেটি উপরে তুলতে গেলে সে দেখতে পায় এটি কোন কিছুনা, বরং তার চাচার দেহ। পরে তার দেহ ওপরে তুলে এনে গোবিন্দাসী-যমুনা সেতু রাস্তার ধারে রাখা হয় । পরে স্থানীয় পল্লী  চিকিৎসক মিনহাজ উদ্দিন প্রাথমিক চিকিৎসা এসে তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু সেখানে উপস্থিত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল চকদার তার হাত পা একটু নাড়া চাড়া দেখে ও মুখে সাদা ফেনার মত দেখতে পান , এতে এলাকায় হইচই পড়ে যায়, এলাকাবাসী চিৎকার করে বলতে থাকেন জুব্বার  মন্ডল মারা যায়নি সে জীবিত আছে। এই সন্দেহে তাকে অতি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয় কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুব্বার আলী একজন ব্যান চালক ছিলেন । জুব্বার আলী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে।

ভূঞাপুর থানার উপপরিদর্শক লিটন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে পানিতে পরে গিয়ে মারা যায়। বাড়িতে বন্যায় পানি থাকায় তাকে এলাকাবাসী তাকে উদ্ধার করে রাস্তায় নিয়ে আসা হয়। এলাকাবাসী প্রথমে তাকে মৃত ভেবে দাফন কাফন করা জন্য প্রস্তুত করছিলেন , কিছুক্ষণ পর মূখ দিয়ে ভুরকি আসে, এই ভেবে সে জীবিত আছে তাৎক্ষণিক তাকে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এর আগে, টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা গোবিন্দাসী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ না থাকায় বন্যা নিয়ন্ত্রণ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানির স্রোতে বিল ও পুকুরের প্রায় কোটি কোটি টাকার মাছ ভেসে গেছে।

পানিতে তলিয়ে গেছে  আউশ খেতসহ বাড়িঘর। আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

শুক্রবার (১৭ জুলাই ) উপজেলার বিভিন্ন এলাকায় পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় বন্যা পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত হয় । সেখানে থেকে বন্যার পানি উপজেলা বিভিন্ন এলাকা প্রবেশ করে। বন্যার পানির বেড়ে উপজেলার দরগা বিল হয়ে আমূলা বিলে প্রবেশ করেছে। 

স্থানীয় সূত্র জানায়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না থাকায় উপজেলার গোবিন্দাসী, কষ্টাপাড়া ,ভালকুটিয়া, পাটিতাপাড়া, দোভায়া, সিরাজকান্দি, সারপলশিয়া,পাতাইলকান্দী, চিতুলিয়াপাড়া, মাটি কাটা,কয়ড়া ,খরক, চরনিকলা,আমুলা , আকালু,এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।

এসব এলাকার অধিকাংশ বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। এ ছাড়া এসব এলাকার বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে যাওয়া ছাড়াও  বিলে চাষ করা প্রায় কোটি কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। এ ছাড়া ওই সব এলাকার কমপক্ষে ২০০ টি পুকুরের মাছও ভেসে গেছে বলে মৎস্য চাষিরা জানিয়েছেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ভাঙা বাঁধ না থাকায় প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। গোবিন্দাসী, নিকরাইল ও অলোয়া  ইউনিয়নের লোকজন তাঁদের বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন। অনেকে বাড়িঘর রক্ষার চেষ্টায় কাজ করে যাচ্ছেন। 

ভালকুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিক, মোজাম্মেল হক ও দেলশাদ আলী জানান, বাঁধ না থাকায় কারণে তাঁদের বাড়িঘর ছাড়াও ফসলি ও পুকুরের মাছ ভেসে গেছে। এলাকাবাসীর দাবি আমরা ত্রান চাইনা অতি দ্রুত বাঁধ নির্মাণ করা হোক ।

আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে চাই , একটি বাঁধ দিয়ে আমাদের কে বন্যা পানি ও ভাঙনের হাত থেকে  আমাদের রক্ষা করুন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ভূঞাপুরের বন্যা দূর্গত গাবসারা চরাঞ্চল ও ঝুকিপূর্ণ তারাই বাঁধ পরিদর্শন  করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল গনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন, সহকারি কমিশনার( ভূমি) মো. আসলাম হোসাইন,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম , উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আব্দুর রাজ্জাক।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল গনি এলাকাবাসী উদ্দেশ্যে বলেন, বাঁধ না থাকায় বন্যায় পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার আউশ খেতসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। সরকারের পরিকল্পনায় এই এলাকায় একটি বাঁধ নির্মাণ করা হবে। বাঁধ যাতে দ্রুত করা সম্ভব সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো । 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীন বলেন, হঠাৎ করে পানি বেড়ে যাওয়া ও বাঁধ না থাকায়  কারণে কিছু এলাকা প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক দিকে নজর রাখা হচ্ছে।

এরপূর্বে ভূঞাপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর ফলে নতুন করে যমুনা চরাঞ্চলসহ তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। ইতিমধ্যে শত শত হেক্টর জমির ফসল পানির নিচে  তলিয়ে গেছে।

উপজেলার অর্জুনা, গাবসারা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের যমুনা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু হয়েছে। বেশ কিছু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার।

এছাড়া  উপজেলার গোবিন্দাসী, গাবসারা, ভালকুটিয়া, কষ্টাপাড়া, ও খানুরবাড়ি এলাকায় নতুন করে দেখা দিয়েছে ভাঙন। দ্বিতীয় দফায় ভাঙন শুরু হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ।

ভাঙন কবলিত এবং পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন শুরু করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) অাসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। এছাড়াও উপজেলা প্রশাসন ও পানিবন্দি এলাকার নিজ নিজ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে।

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, ইতিমধ্যে বন্যা কবলিতদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী ও সহযোগীতা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বন্যা কবলিত বানিবন্দি মানুষের মধ্যে সরকারের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রীসহ শিশু খাদ্য বিতরন করা হবে।

ভাঙন কবলিত লোকজন জানান, গত কয়েক বছর ধরে যমুনার পূর্বপাড়ে ভাঙন শুরু হয়েছে। শতশত একর ফসলি জমি, হাট-বাজার, মসজিদ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও হাজার হাজার ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এখনো বর্ষা অাসলেই শুরু হয় তীব্র ভাঙন। এবছর বর্ষার প্রথম থেকেই শুরু হয়েছে ভাঙন দ্বিতীয় দফায় পানি বৃদ্ধি শুরু হওয়ায় নদী ভাঙন তীব্র অাকার ধারন করেছে।

আমরা সরকারের কাছে কোন প্রকার ত্রাণ চাইনা। যমুনার পূর্বপাড়ে স্থায়ী বাঁধ চাই। প্রতি বছর ভাঙন শুরু হলে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় নেতা-কর্মীরা যমুনা পূর্বপাড়ে একটি স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে যান।

কিন্তু বর্ষা চলে গেলে আমরা সেটির আর কোন কার্যকর পদক্ষেপ দেখতে পাইনা। এখন পর্যন্তও ভাঙন প্রতিরোধে কোন উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড।

এরআগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের যমুনা নদীর পাড়ে যাত্রী ছাউনীর একাংশ ফাটল ধরে নদী গর্ভে বিলীন হওয়ার পথে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। এই নদী পথে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলা ও নদীর ভিতরে শতাধিক চরের প্রায় লক্ষাধিক মানুষ নৌকা দিয়ে গোবিন্দাসী ঘাট হয়ে বাজারে চলাচল করে।

এই লক্ষাধিক মানুষের নৌকার অপেক্ষারত ও বিশ্রাম করার জন্য স্থানীয় সরকার (এলজিইডি) একটি যাত্রী ছাউনি তৈরি করে। যা সত্যিকার অর্থে নৌপথে চলাচল করা যাত্রীদের জন্য বেশ আরামদায়ক হয়।

বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির সময় ও অতি রোদে গরমে যাত্রী ছাউনিটি সকল যাত্রীদের উপকার হয়।যাত্রী ছাউনির একটি দেয়াল ব্যবহার করে স্থানীয় সামাজিক সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর গ্রুপ গরীব অসহায়দের জন্য একটি মানবতার দেয়াল স্থাপন করে। যেখানে যাত্রীরা অসহায় যাত্রীরা পছন্দমত কাপড় সংগ্রহ ও বিশ্রাম করতে পারে।

উল্লেখ্য, গত বন্যায় খানুরবাড়ি অংশে কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে লাগেনি। এ বছরও কিছু জিও ব্যাগ ফেলা হচ্ছে যা প্রয়োজনের তুলনায় খুবই নগন্ন।

বালু দস্যুদের কারনে ইতিমধ্যে যমুনা নদীর তীরবর্তী উপজেলার কষ্টাপাড়া , খানুরবাড়ী, ভালকুটিয়া ,চর কোনাবাড়ি, চিতুলিয়াপাড়া, পলশিয়া গ্রামের কয়েক শত একর ফসলি জমি,অসংখ্য বসতবাড়ি, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠান নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার পথে।

উল্লেখিত গ্রামগুলো মানচিত্রে থাকলেও নদী গ্রাস করে ফেলায় গ্রাম গুলো বাস্তবে নেই। চলতি বর্ষা মৌসুমে বিশেষ করে প্রলয়ংকরী ঘুর্ণিঝড় আম্ফানের কারনে নদীর পানি বৃদ্ধি ও জলোচ্ছ্বাসের কারনে পূনরায় নতুন করে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।

এছাড়া নিকরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, ডা: কুলুমিদা, এরবাড়ি যেকোন সময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

এদিকে  পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ ও নির্বাহী প্রকৌশলী উজ্জ্ল গোবিন্দাসী  গ্রামের ফেরীঘাট সংলগ্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শণ করেন।

টাঙ্গাইল -২ আসনের স্হানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির জানান, নদীর ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, ভাঙ্গনের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনুমতি পেলে কাজ শুরু।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840