প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল ও নতুন পোষাক সহ বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে এসব সরঞ্জাম গ্রাম পুলিশদের হাতে তুলে দেন অনুুুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট।
এসসয় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা প্রমূখসসহ অন্যান্যরা।
উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট বলেন, গ্রাম পুলিশ সদস্যরা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বাড়াতে বাইসাইকেল, পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করা হয়।