সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে এবার নির্মাণ হবে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ মির্জাপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করলেন ডা. শাওন মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতাল মালিকের কারাদন্ড ও জরিমানা কালিহাতীতে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের পর অন্তঃসত্ত্বা, হত্যার হুমকি কালিহাতীতে বাসচাপায় দুই এনজিও কর্মী নিহত আ’লীগকে উৎখাতের হুমকির প্রতিবাদে মাঠে নামলেন লতিফ সিদ্দিকী টাঙ্গাইলে যমুনা নদীতে দুই দিনব্যাপী নৌকা বাইচ শুরু, অর্ধলাখ মানুষের ঢল সখীপুরে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাশ নিলেন ইউএনও ফারজানা আলম মধুপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত  ধনবাড়ীতে ভারত বনাম টাঙ্গাইল ফুটবল একাদশের টুর্ণামেন্ট অনুষ্ঠিত
ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুরঃ (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাড়কের পিকআপের ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মো. আসাদ নামের এক মাদরাসা ছাত্রের। নিহত আসাদ ভূঞাপুর উপজেলার আসাদুজ্জামান খান হাফিজিয়া মাদরাসার ছাত্র এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্সি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। জাহাঙ্গীর হোসেন ভূঞাপুরে দীর্ঘ পনেরো বছর যাবৎ হোটেল ব্যবসা করে পৌরশহরের ফসলান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। তার দুই মেয়ে ও এক ছেলে।

বুধবার (০৯ আগস্ট) দুপুরে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের কালিহাতী উপজেলার পালিমা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীরের বন্ধু ওয়াহেদুজ্জামান পলাশ স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহতের ফুফু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। জাঙ্গাঙ্গীর তার ছোট মেয়ে ও ছেলে আসাদকে সঙ্গে নিয়ে সিএনজি যোগে টাঙ্গাইল হাসপাতালে যাওয়ার পথে পালিমা নামক স্থানে পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে তারা সিএনজি থেকে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আসাদকে মৃত ঘোষণা করে। তার বড় বোন আকসা গুরুতর আহত হয়ে ঐ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে এবং তিনি এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। এছাড়া বাবা জাহাঙ্গীর হোসেন সুস্থ্য রয়েছেন। আসাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840