সংবাদ শিরোনাম:

শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর : খান আহমেদ শুভ

  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেছেন, শিক্ষকরা হলেন, মানুষ গড়ার কারিগর। শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকায় জাতি আরও সমৃদ্ধ হবে। তাই সকল ভেদাবেদ ভুলে দেশ গঠনে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার সকালে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সভাপতি মো. এমরান হোসেন, সাধারণ সম্পাদক মো. সুলতান উদ্দিন, সহসভাপতি এস এম মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme