মির্জা সাইদুল ইসলাম সাঈদ: সখীপুরে ১০০ পিচ ইয়াবাসহ মো. শাহজাহান (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোঁপন সংবাদের ভিত্তিতে শনিবার (০৪ এপ্রিল) রাতে এসআই ওমর ফারুকের নেতৃত্বে উপজেলার কালিদাস গ্রামের বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সখীপুর থানা পুলিশ।
এসময় ১০০ পিস ইয়াবাসহ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার কৃষ্টপুর গ্রামের মো.সাহাবুদ্দিনের ছেলে শাহজান মিয়া (২২) কে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর একজন সখীপুর উপজেলার প্রতিমাবংকি গ্রামের লাল মিয়ার ছেলে মিজান পালিয়ে যায়।
সখীপুর থানার এস আই ওমর ফারুক জানান, গ্রেফতারকৃত শাহজান মিয়াকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে এবং পালিয়ে যাওয়া মিজানকে গ্রেফতারের চেষ্টা চলছে।