সংবাদ শিরোনাম:

সখীপুরে কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইল সখীপুরে ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলে নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পে’র আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার ২৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি টাঙ্গাইলের অতিরিক্ত উপ-পরিচালক (পি পি) কৃষিবিদ মো. নুরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. সাজ্জাদ হোসেন তালুকদার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদুর রহমান, ইসমত আরা খাতুন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনিছুর রহমান, শোলা প্রতিমা মৌ নার্সারির স্বত্বাধিকারী হারুন-অর-রশিদ প্রমুখ। মেলায় অংশগ্রহণকারী সেরা ৫৬ জন কৃষককে পুরুস্কৃত করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme