সংবাদ শিরোনাম:
কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী নাগরপুরে মোকনা ইউনিয়নে বিএনপি নেতা লাভলু লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন নাগরপুরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন নাগরপুর সদর মীরনগর যুব সংঘ ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত পাঁচ বছরেও শেষ হয়নি ২৫৬ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ, লাপাত্তা ঠিকাদার

সখীপুরে মসজিদ ভেঙ্গে নেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান সেলিম

  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, সখীপুর : নির্বাচনে হেরে মসজিদ ভেঙে নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম।

শনিবার (১১ডিসেম্বর) রাতে সখীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এর ব্যাখ্যা দেন।

চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম লিখিত বক্তব্যে জানান, ইউনিয়ন পরিষদের জমিতে টিনের তৈরি একটি নামাজ খানা তৈরি করেছিলেন জনৈক এসএম ইব্রাহিম মিয়া। আমার পারিবারিক অর্থে ইহা তৈরি হয় নাই। দীর্ঘদিন ধরে নামাজ খানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। স্থানীয় লোকজন নামাজ খানার ভেতরে ও বারান্দায় গরু-ছাগল বেঁধে রাখে। এ ছাড়া ময়লা আবর্জনার মাধ্যমে নোংরা করে রাখার পরিপ্রেক্ষিতে নামাজ খানাটি নামাজ পরার অযোগ্য হয়ে পড়েছিল। বর্তমানে ওই স্থানে আজান ও নামাজ পড়া হয়না। পরে নামাজ খানাটি ইব্রাহিম মিয়া নিজেই বেলতলী বাজার স্থানান্তরের সিদ্ধান্ত নেন। এতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি মসজিদটি প্রতিষ্ঠাও করি নাই কিংবা স্থানান্তরও করি নাই।

তিনি আরও বলেন, আমি একজন মুসলমান। পাঁচ বছর সুনামের সঙ্গে অত্র ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। নির্বাচনে জয়-পরাজয় আল্লাহর ইচ্ছায় হয় -এই বিশ্বাস আমার রয়েছে। পরাজয়ে খুবের কিছু নেই।

আমার পরিবারকে হেয় করতে নির্বাচনের প্রতিপক্ষরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য পরিবেশন করে চলেছে।

সংবাদ সম্মেলনে ওই মসজিদের নির্মাতা এসএম ইব্রাহিম মিয়া, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির, ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আবু তাহের, ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তুহিন আহমেদ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলাইমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান। গত মঙ্গলবার বহুরিয়া ইউনিয়ন পরিষদের জমিতে নির্মিত একটি মসজিদ ভেঙ্গে দেওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়। এলাকাবাসী দাবি করেন নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভে চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম ওই মসজিদটি ভেঙে নিয়েছেন। শনিবার আমার সংবাদের অনলাইন ভার্সনে এবং বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইনে এ নিয়ে সংবাদ প্রচারিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme